ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে নারীসহ আটক ১৬

নিউজ ডেস্ক
ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৬ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার রাতে বেনাপোলের ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।
নির্বাচনের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত নাগরিকদের কিছু করার নেই: প্রধান উপদেষ্টানির্বাচনের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত নাগরিকদের কিছু করার নেই: প্রধান উপদেষ্টা
আটকরা হলেন—মিন্টু (৩৭), রনি (২৮), জনি (৩২), কমল প্রমানিক (২২) ও আসলাম (৩২), আবু সালেক (৩৬), বেল্লাল হোসেন (৪১), রফিকুল ইসলাম (২৯), সাকিবুল হাসান (১৭), রাশিদা বেগম (৩৭), রিনা খাতুন (২৭), নাজমা খাতুন (৩০), বনানী শিকদার (৩৫), শাহিনুর রহমান (৩৫) এবং জিহাদ (২৭)। এদের মধ্যে একজন শিশু রয়েছে। উভয়ের বাড়ি পিরোজপুর, নড়াইল ও খুলনা জেলার বিভিণ্ণ অঞ্চলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটকরা ভালো কাজের আশায় গত ১৮ এবং ২১ মার্চ সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরবর্তীতে তারা দালালের মাধ্যমে ধান্যখোলা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে আসার সময় ধান্যখোলা ক্যাম্পের বিজিবি সদস্যরা অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে। তাদের মধ্যে ৪জন নারী, ১১জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।