রাজধানীর ব্যাংকের মাঠ এলাকায় সেনা অভিযান, মাদকসহ আটক ৪

রাজধানীর ব্যাংকের মাঠ এলাকায় সেনা অভিযান, মাদকসহ আটক ৪

রাজধানীর ব্যাংকের মাঠ এলাকায় সেনা অভিযান, মাদকসহ আটক ৪
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪) সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক টঙ্গী পূর্ব থানার আওতাধীন ব্যাংকের মাঠ সংলগ্ন মাদকের স্পটে অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, দেশীয় মদ, মরিয়ম ফুল, ১৭ টি মোবাইল এবং অবৈধ নগদ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী প্রদীপ চন্দ্র বর্মন এবং তার ৩ জন সহযোগী মিরাজ, কিফায়াত উল্লাহ ও শামীমকে গ্রেফতার করা হয়।

May be an image of text

আটকৃতদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্নের জন্য টঙ্গী পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।