আলীকদমের দুর্গম পাড়ায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

আলীকদমের দুর্গম পাড়ায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

আলীকদমের দুর্গম পাড়ায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার আলীকদমে সেনাবাহিনীর আলীকদম জোন কর্তৃক কানামেম্বার ঘাট আর্মি ক্যাম্পের আওতাধীন কলারঝিড়ি পাড়া এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (২৯ ডিসেম্বর ২০২৪) দিনব্যাপী আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে কানামেম্বার ঘাট আর্মি ক্যাম্পের আওতাধীন কলারঝিড়ি পাড়া এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চিকিৎসা সহায়তার লক্ষ্যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে দুঃস্থ, অসহায় ও গরীবদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ঔষুধ বিতরণ করা হয়।

আলীকদমের দুর্গম পাড়ায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

উক্ত ক্যাম্পেইনে ২৩১ জন বাঙ্গালি এবং ৫০ জন উপজাতি সদস্যের মাঝে মেডিক্যাল সহায়তা প্রদান করা হয়। যাদের মধ্যে ৬৭ জন পুরুষ, ১৩৮ জন মহিলা এবং ৭৬ জন শিশুসহ সর্বমোট ২৮১ জন ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চিকিৎসা সেবা প্রাপ্তির পর আগত ব্যক্তিবর্গ আলীকদম জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরবর্তীতে আগত সকল ব্যক্তিবর্গকে আলীকদম জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আশরাফুল ইসলাম বর্তমান সময়ে ডেঙ্গু এবং ম্যালেরিয়া প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন এবং সচেতন থাকার জন্য সর্তক করেন।

আলীকদমের দুর্গম পাড়ায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

এছাড়াও পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রেখে মাদকদ্রব্য পরিহার এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখে বসবাস করার জন্য তিনি আহবান জানান।

তিনি আরোও বলেন, ভবিষ্যতে আলীকদম জোন কর্তৃক এ ধরণের মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি জনগণকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে এলাকায় শান্তি, শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।