লংগদুতে অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল সেনাবাহিনী

লংগদুতে অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল সেনাবাহিনী

লংগদুতে অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন তাদের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে নানাবিধ সহায়তা প্রদান, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা ও বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে নিরলস অবদান রেখে আসছে।

এরই ধারাবাহিকতায় লংগদু জোনের বামে লংগদু আর্মি ক্যাম্প এর আওতাধীন ধনপতি বাজার এলাকায় অসহায় শীতার্তদের মাঝে প্রায় ৩৫০ টি শীতবস্ত্ৰ বিতরণ করা হয়।

এছাড়াও ধনপতি বাজার এলাকায় স্থানীয় অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত ক্যাম্পে প্রায় ৪২০ জন চিকিৎসা বঞ্চিত, দুঃস্থ ও অসহায় বাঙ্গালী ও পাহাড়ী জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

লংগদুতে অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল সেনাবাহিনী

শীতবস্ত্র পেয়ে পাড়াবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন,”সেনাবাহিনী আমাদের যে সেবা ও সহযোগীতা করছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন ও আত্নীয় স্বজন নিয়ে সুন্দর ভাবে জীবন যাপন করবো। আমরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

পাড়া পরিদর্শনকালে লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দিন আহমেদ লিয়ন বলেন, সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সুরক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতেও বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।