নির্বাচন না হলে বৈধতা হারিয়ে ফেলবে পার্বত্য জেলা পরিষদ- প্রফেসর তোফায়েল আহমেদ
 
                 
নিউজ ডেস্ক
স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান প্রফেসর তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন না হলে পার্বত্য জেলা পরিষদের বৈধতা হারিয়ে ফেলবে। জেলা পরিষদের নির্বাচন করতে হলে ঐকমত্যের প্রয়োজন আছে। সকল গ্রুপের মধ্যে কিছু ছাড় দেওয়ার প্রশ্ন আসবে।
সবাই প্রত্যেকের জায়গায় থাকলে এর সমাধান হবে না। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং জেলা পরিষদের নির্বাচনের ব্যাপারে ঐকমত্য না হলে নির্বাচন হবে না। এই ঐকমত্য গড়ে তুলতে হবে স্থানীয়ভাবে।
আজ (৩০ ডিসেম্বর) রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত পেশাজীবীদের সাথে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভা শেষে সন্ধ্যায় সাংবাদিকদের দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রফেসর তোফায়েল আহমেদ বলেন, পার্বত্য চট্টগ্রামে পৃথক ভোটার তালিকা এখনকার আইনে সম্ভব হবে না, নির্বাচন কমিশনের যে আইন আছে, নির্বাচন কমিশনের পৃথক তালিকা করা সম্ভব হবে না। যে তালিকা আছে সেই তালিকায় অন্তর্ভুক্ত কীভাবে হবে সবাই তা ভাবতে হবে, একটা পথ বের করতে হবে। যে যার অবস্থানে থেকে গেলে এই নির্বাচন হবে না। নির্বাচন না হলে এই প্রতিষ্ঠানটার কোনো বৈধতা থাকবে না।
এসময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে চাকরির ক্ষেত্রে প্রচুর দুর্নীতি ও বৈষম্য হচ্ছে, সেক্ষেত্রে একটা সমতা, স্বচ্ছতা ও যোগ্যতার নীতি অনুসরণ করতে হবে। এছাড়া পার্বত্য চট্টগ্রামের উপজাতি ঠিকাদাররা ট্যাক্স না দেওয়ার সুবিধা নিয়ে বাঙালিদের কাছে কাজ বিক্রি করছে, এতে উন্নয়ন কাজে প্রচুর দুর্নীতি হচ্ছে, কাজগুলো ঠিকমতো হচ্ছে না। সর্বক্ষেত্রে ১২/১৪জন লোক কন্ট্রাকগুলো নিয়ন্ত্রণ করছে।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংস্কার কমিশনের ছয় সদস্য, রাঙামাটির চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়, আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গৌতম দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানসহ বিভিন্ন শ্রেণির পেশাজীবী প্রতিনিধি দলের সদস্যরা। সাড়ে তিন ঘণ্টার বেশি স্থায়ী ওই বৈঠকে বিভিন্ন মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
এর আগে, সভায় প্রতিনিধি না রাখায় জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অবস্থান নেন। এতে বাধার মুখে বিকল্প ফটক দিয়ে কার্যালয়ে প্রবেশ করেন কমিশন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ছাত্র নেতাদের উপস্থিতিতেই বৈঠক করেন কমিশন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
