ভারতের ত্রিপুরায় বলি প্রথা বন্ধের নির্দেশ হাইকোর্টের - Southeast Asia Journal

ভারতের ত্রিপুরায় বলি প্রথা বন্ধের নির্দেশ হাইকোর্টের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হিন্দুদের ধর্মীয় বিভিন্ন পূজোঁয় ভারতের ত্রিপুরা রাজ্যের মন্দিরগুলোতে পশু বলি প্রথার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজ্যটির হাইকোর্ট। সাবেক বিচারপতি সুভাষ ভট্টাচার্যের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে ২৭ সেপ্টেম্বর শনিবার এই রায় দিয়েছেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সুভাশিষ তোলা পত্র।

ভারতের ত্রিপুরাতে পশু বলি প্রথা নিষিদ্ধ করতে গতবছর হাইকোর্টে মামলা দায়ের করেন সাবেক বিচারপতি সুভাষ ভট্টাচার্য। ত্রিপুরা রাজ্যের ত্রিপুরেশ্বরী মন্দির সহ দুর্গাবাড়ি এবং বিভিন্ন মন্দিরে দুর্গা পূজা থেকে শুরু করে কালীপূজা পর্যন্ত বলি প্রথা চলে আসছে। সেই প্রথা বাতিল করতেই লড়াই শুরু করেন সাবেক এই বিচারপতি।

মানবিকতার প্রশ্নে নিরীহ পশু হত্যা বন্ধ হওয়া উচিত বলে মামলার আর্জিতে দাবি করেন সুভাষ ভট্টাচার্য। পরে উচ্চ আদালত এই বিষয়ে সরকারের কাছে জবাব চাইলেও সে সময় ত্রিপুরা সরকার চারবার জবাব দেওয়ার সময় পরিবর্তন করে এবং অবশেষে কোনও জবাবদিহি করেনি। তাই এক বছরের মাথায় এই মামলাতেই ঐতিহাসিক রায় দিয়ে দিল ত্রিপুরা হাইকোর্ট।

প্রসঙ্গত, ত্রিপুরেশ্বরী মন্দির সহ দুর্গাবাড়ি এবং বিভিন্ন মন্দিরে দুর্গা পুজো থেকে শুরু করে কালীপুজোর বলি প্রথা বন্ধ হোক এমনটা চেয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গান্ধীও। চিঠিও দিয়েছিলেন রাজ্য সরকারকে। কিন্তু বহু যুগ আগে থেকে চলে আসা বলি প্রথা বন্ধ করার উদ্যোগ নেয়নি কোন সরকারই।