রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ভিসি নিয়োগের দাবিতে শহরের প্রাণ কেন্দ্র বনরুপায় রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে সড়কে সব ধরনের যানচলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ভিসি নিয়োগের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ‘গত ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করার পর এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেয়া হয়নি। ফলে প্রশাসনিক ও শ্রেণি কার্যক্রম ব্যাহত হচ্ছে। সৃষ্টি হচ্ছে সেশন জট।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘প্রশাসন আমাদের প্রতিশ্রুতি দিয়েছে ভিসি নিয়োগের জন্য কর্তৃপক্ষের সাথে কথা বলবে। সে কারণে আজকের অবরোধ প্রত্যাহার করা হলো। আগামী বুধবারের মধ্যে কোনো দৃশ্যমান পদক্ষেপ না হলে বৃহস্পতিবার থেকে ফের সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।’

রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, ‘বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। তিনি দ্রুতই পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। আশা করছি শিক্ষার্থীদের ঘোষিত সময়ের মধ্যেই ভিসি নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।