দিনাজপুরে শীতার্তদের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
সেনাপ্রধানের নির্দেশনায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা প্রদানসহ নানান জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় দিনাজপুরে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) দিনব্যাপী দিনাজপুর কাহারোল উপজেলার মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার এডিএমএস কর্নেল সৈয়দ নওফেল মাহমুদ।
এ সময় ৪০০ শীতার্ত ও হত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দেয়া হয়। এছাড়াও ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা স্থানীয় ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।