রুমায় বম সম্প্রদায়কে পাড়া ছাড়ার নির্দেশ কেএন‌এফের

রুমায় বম সম্প্রদায়কে পাড়া ছাড়ার নির্দেশ কেএন‌এফের

রুমায় বম সম্প্রদায়কে পাড়া ছাড়ার নির্দেশ কেএন‌এফের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের রুমা উপজেলার বম সম্প্রদায়ের সাধারণ ব্যক্তিবর্গেকে বিভিন্ন পাড়া ছেড়ে চলে যাওয়া নির্দেশ দিয়েছে কেএন‌এফ সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। একই সঙ্গে তারা বিলাইছড়ি উপজেলার দুইটি পাড়াতে নগদ অর্থ ও চাউল সংগ্রহ করেছে।

বিশ্বস্ত একাধিক সূত্র জানিয়েছে, রুমা উপজেলার ৩নং রেমাক্রি প্রাংশা ইউপির ১নং ওয়ার্ড এমটিএস পাড়ায় গত শনিবার (৫ জানুয়ারি) রাতে কেএন‌এফ সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের (৫/৬) জন সদস্য আগমন করেন।

এসময় তারা সকলকে ডেকে বলেন, ‘তোমাদের জুমে চাষকৃত যত আদা, হলুদ ও অন্যান্য উৎপাদিত ফসল সামগ্রী রয়েছে তাহা দ্রুত বিক্রি করে ফেলো। তা না হলে পরে বিক্রি করতে পারবে না, কারন কয়েক দিনের মধ্যেই সেনাবাহিনীর সাথে আমাদের বড় যুদ্ধ হবে, মিজোরাম হতে আমাদের অনেক লোকজন আসবে ‘

অন্যদিকে, রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ০৪নং বড়থলি ইউপির ১নং ওয়ার্ড – রাইমন ছড়া পাড়া এবং বুড়িক্কা ছড়া পাড়ায় গত ৪ ও ৫ জানুয়ারি কেএন‌এফ সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের (৮/১০) জন সদস্য আসে। এ সময় সন্ত্রাসী গ্রুপটি পাড়াবাসীদের বলে, ‘প্রতি পরিবার থেকে ৫-৭ কেজি চাউল ও নগদ ৫০০ টাকা করে দিতে হবে। অন্যথায়, গুলি করে মেরে ফেলার হুমকি প্রদান করে তারা।’

তারা আরো বলে, দাবিকৃত চাউল ও চাঁদার টাকা আগামী ৭ অথবা ৮ জানুয়ারি মধ্যে রোয়াংছড়ি উপজেলার পংখরি পাড়া এলাকায় পৌঁছে দিতে হবে।

কেএন‌এফের সদস্যরা পাড়াবাসীদের আরো বলে, ‘আমাদের অনেক অর্থ ও খাবার সংগ্রহ করতে হবে। সামনে সেনাবাহিনীর সাথে আমাদের বড় যুদ্ধ হবে।’

এছাড়া, পাড়াবাসীকে দ্রুত সময়ের মধ্যে পাড়া ছাড়ার নির্দেশনাও দেয় কেএনএফ সন্ত্রাসীরা।

কেএন‌এফ ও সেনাবাহিনীর মধ্যে বড় সংঘর্ষের পূর্বাভাসে ইতিমধ্যে রুমা উপজেলার বিভিন্ন বম পাড়া হতে গোপনে এক-দুইটি পরিবার মিজোরামে পালিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।

ইতিমধ্যে বান্দরবনের উদ্যমী জাদিপাই পাড়া থেকে গত দু’দিনে ৮ পরিবার এবং জাদিপাই পাড়া থেকে ১০ পরিবার গোপনে পাড়া ছেড়ে পালিয়ে গেছে। বিশ্বস্ত সূত্র বলছে, তারা সীমান্তের কাছাকাছি কোথাও অবস্থান করছে অথবা মিজোরামে চলে গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।