খাগড়াছড়িতে সেনা অভিযানে বিপুল পরিমান বিদেশি সিগারেট জব্দ

খাগড়াছড়িতে সেনা অভিযানে বিপুল পরিমান বিদেশি সিগারেট জব্দ

খাগড়াছড়িতে সেনা অভিযানে বিপুল পরিমান বিদেশি সিগারেট জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ টাকা।

রোববার (৬ জানুয়ারি) ‍দিবাগত রাতে মাটিরাঙ্গা জোন সদরের চেকপোষ্টে তল্লাশি চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।

খাগড়াছড়িতে সেনা অভিযানে বিপুল পরিমান বিদেশি সিগারেট জব্দ

অভিযান সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে চট্টগ্রামগামী একটি খালি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে আনা ৬ হাজার ৯শ’ ৫০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ টাকা।

এ বিষয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. কামরুল হাসান জানান, জব্দকৃত সিগারেট সীতাকুণ্ড কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।