কুড়িগ্রামে অসহায় শীতার্তদের পাশে সেনাবাহিনী

কুড়িগ্রামে অসহায় শীতার্তদের পাশে সেনাবাহিনী

কুড়িগ্রামে অসহায় শীতার্তদের পাশে সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুড়িগ্রামে দুই শত অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ মঙ্গলবার বেলা ১২ টায় কাঁঠালবাড়ী ইউনিয়নের রায়পুর জামিয়া ইছহাকিয়া ইসলামী মাদ্রাসা মাঠে শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেড ইউনিটের ২২ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গালিব বিন আহমেদ, ক্যাপ্টেন মুহতামিম আলভী, ক্যাপ্টেন দাউদ-উজ -জামান আরাফাত।

এ সময় অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষেরা কম্বল পেয়ে অনেক খুশি হয়ে সেনাবাহিনীকে কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া করেছে।

কাঁঠালবাড়ী ইউনিয়নের হরিশ্বর গ্রামের উপকারভোগী দোঁলচাঁন বলেন, ‘হামাক এবার ঠান্ডায় কেউ কম্বল দেয় নাই কিন্তু এবার সেনাবাহিনী মোক কম্বল দিছে মুই খুব খুশি। আরমির জন্য মন খুলে দোয়া করনু।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।