সীমান্ত সুরক্ষিত রাখতে ঠাকুরগাঁওয়ে বিজিবির সচেতনতা সভা
নিউজ ডেস্ক
বাংলাদেশ-ভারত সীমান্ত সুরক্ষিত রাখতে ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী এলাকার মানুষের কাছে সচেতনতা বাণী নিয়ে যাচ্ছে গার্ড বিজিবি।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে এর ধারাবাহিকতায় জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ধনতলা বিওপি সীমান্ত এলাকার মানুষদের নিয়ে ধনতলা উচ্চ বিদ্যালয় মাঠে একটি সচেতনতামূলক সভা করে বিজিবি।
সভায় বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রাব্বানি, ঠাকুরগাঁও বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা।
সভায় ঠাকুরগাঁও সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রাব্বানি বলেন, আপনারা যারা সীমান্তে চাষাবাদ করেন তারা নিজস্ব জমিতে চাষাবাদ করবেন। ভারতীয় জমিতে যাবেন না এবং গরু চড়াতে সীমান্ত অতিক্রম করবেন না। চোরাচালানের সঙ্গে জড়িত এমন কেউ থাকলে আলোর পথে ফিরে আসুন। যে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এ ক্ষেত্রে বিজিবি ও জনগণকে এক সঙ্গে সচেতনতার কাজ করতে হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।