খাগড়াছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ উপজাতি সন্ত্রাসী আটক
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে অস্ত্রসহ এক উপজাতি সন্ত্রাসকে আটক করেছে যৌথবাহিনী।
আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা ইউনিয়নের গরমছড়ি এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় রাপ্রুচাই মার্মা(৩০) নামে একজনকে অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত রাপ্রুচাই উপজেলার ময়ূরখীল এলাকার মংপ্রু মার্মার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ির চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের গরমছড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩ রাউন্ড গুলি ও অস্ত্র সহ ১ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান অভিযানের বিষয় নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র গুলিসহ ১ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি মগ পার্টির সদস্য বলে স্বীকার করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।