পানছড়িতে সেনাবাহিনীর শীতবস্ত্র পেয়ে হাসি ফুটল শীতার্তদের মুখে
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির পানছড়ি সাব জোনের উদ্যোগে ১০০ জন পাহাড়ি এবং ৫০ জন বাঙালি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়নের নেতৃত্বে এ উদ্যোগ নেওয়া হয়।
তিনি জানান, শীতের কষ্ট লাঘবে খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে এবং ভবিষ্যতেও আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের মূলমন্ত্রে বিশ্বাসী সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। পাহাড়ি ও বাঙালি জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনী শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য সহায়তামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
শীতবস্ত্র পেয়ে অসহায় পরিবারের সদস্যদের মুখে আনন্দের ছাপ দেখা যায়। তারা সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের জন্য দোয়া করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।