এনসিটিবির সামনে উপজাতি সন্ত্রাসী ও বাম সংগঠনের হামলায় ১৪ ছাত্র আহত

নিউজ ডেস্ক
রাজধানীর মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে পাঠ্যপুস্তক হতে আদিবাসী শব্দ পরিহারের পাশাপাশি আরো ৫ দফা দাবীত কর্মসূচী পালন কালে শিক্ষার্থীদের েউপর পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী দল ইউপিডিএফ এর ছাত্র সংগঠন পিসিপির নেতা-কর্মীসহ বাম ঘরানার নানা সংগঠনের সদস্য কর্তৃক হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১৪ জন ছাত্র আহত হয়েছেন বলে দাবি করা হয়। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ সংবলিত একটি চিত্রকর্ম স্থান পেয়েছিল। সেখানে একটি গাছের পাঁচটি পাতায় লেখা ছিল মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ও আদিবাসী; পাশে লেখা ছিল ‘পাতা ছেঁড়া নিষেধ’। গত ১২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ ব্যানারে আদিবাসী শব্দ প্রত্যাহার সহ এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। এনসিটিবি ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়। তবে জড়িতদের বিষয়ে কোন তদন্ত বা শাস্তির ব্যবস্থা গ্রহন করা হয়নি।
এর প্রতিবাদে আজ বেলা ১১টায় পাঠ্যপুস্তক ভবন ঘেরাওয়ের ঘোষণা দেয় ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’।
দুপুর ১টার দিকে সেখানে পিসিপির নেতা-কর্মীসহ বাম ঘরানার নানা সংগঠনের সদস্যরা ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ র ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
এসময় ছাত্ররা তাৎক্ষনিক ছত্রভঙ্গ হয়ে যায় এবং পরে আবারও এনসিটিবি ভবনের সামনে অবস্থান নিতে দেখা যায়।
ঘটনার পর স্টুডেন্ট ফর সভরেন্টি দাবি করেছে, তাদের ওপর হামলা হয়েছে পরিকল্পিতভাবে।
স্টুডেন্ট ফর সভরেন্টির আহ্বায়ক জিয়াউল ইসলাম বলেন, ‘উপজাতি শিক্ষার্থীদের হামলায় স্টুডেন্টস ফর সভারেন্টির ১৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা এর বিচার চাই।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।