হবিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই যুবক আটক

নিউজ ডেস্ক
হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই যুবককে আটক করেছে বিজিবি। রোববার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার সোয়াবই এলাকা থেকে বিজিবির টহলদল তাদের আটক করে।
তারা হলেন, কুমিল্লার মানোয়ারগঞ্জ উপজেলার খিলা গ্রামের মৃত বদিউল আলমের ছেলে মো. কামাল হোসেন (৩৫) ও নারায়ণগঞ্জের কাঁচপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মো. জীবন (২২)।
বিজিবি জানায়, আটক মাস আগে তারা দর্জির কাজের জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের তামিলনাড়ুতে যান। রোববার সকালে তারা ভারতীয় মানবপাচারকারীদের সহযোগিতায় বাংলাদেশে ফেরত আসার চেষ্টা করে। এ সময় ২৫ বিজিবি ব্যাটালিয়নের হরষপুর বিওপির টহল দলের নিকট তারা আটক হন। তাদের কাছ থেকে দুটি মোবাইল, বাংলাদেশি নগদ চার হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মো. ইমতিয়াজ জানান, সীমান্তে বিজিবি চোরালচালান, মানবপাচার রোধসহ যে কোনো অপরাধ নিয়ন্ত্রণে সতর্ক রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।