মিয়ানমারের নির্বাচনের আগে শান্তি প্রতিষ্ঠার তাগিদ দিল আসিয়ান

মিয়ানমারের নির্বাচনের আগে শান্তি প্রতিষ্ঠার তাগিদ দিল আসিয়ান

মিয়ানমারের নির্বাচনের আগে শান্তি প্রতিষ্ঠার তাগিদ দিল আসিয়ান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ান মিয়ানমারের সামরিক সরকারকে নির্বাচনের আগে শান্তি প্রতিষ্ঠার তাগিদ দিয়েছে। রবিবার মালয়েশিয়ার লাংকাওয়িতে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে মিয়ানমারকে সংঘর্ষ বন্ধের আহ্বান জানানো হয়।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান জানান, মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন নিম্নপদস্থ কর্মকর্তা বৈঠকে নির্বাচনের পরিকল্পনা তুলে ধরেন। তবে আসিয়ান সদস্যরা পরিষ্কার জানিয়েছেন, নির্বাচনের আগে সংঘর্ষ বন্ধ করা ও শান্তি প্রতিষ্ঠা জরুরি।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মিয়ানমারে সংকট মোকাবিলায় আসিয়ানের পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে সংগঠনের বিশেষ দূত ওসমান হাশিমকে দ্রুত মিয়ানমার সফরের দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে দেশটির মানবিক সংকট চরম পর্যায়ে রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় ২ কোটি মানুষ ত্রাণ সহায়তার প্রয়োজন।

বৈঠকে দক্ষিণ চীন সাগরের উত্তেজনা নিয়ে আলোচনা হয়। মন্ত্রীদের মতে, এই জলপথে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য আসিয়ান ও চীনের মধ্যে আলোচনার গতি বাড়ানো প্রয়োজন। চীনের সঙ্গে সাগর এলাকায় আচরণবিধি প্রণয়নের অগ্রগতি স্বাগত জানালেও মন্ত্রীরা দ্রুত সমাধানের আহ্বান জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।