সীমান্তে বিএসএফের অভিযানে ৬২ হাজার ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার

সীমান্তে বিএসএফের অভিযানে ৬২ হাজার ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার

সীমান্তে বিএসএফের অভিযানে ৬২ হাজার ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মূলত ২৬ জানুয়ারি ভারতজুড়ে প্রজাতন্ত্র দিবসের আগে ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করতে আগামী ১০ দিন সীমান্ত বরাবর মহড়া শুরু করেছে বিএসএফ। এর নাম দেয়া হয়েছে ‘অপস এলার্ট’। বাংলাদেশের সাথে চার হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের। গত ২২ জানুয়ারি শুরু হওয়া এই অভিযান চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, “পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নদীয়া জেলার কিষাণগঞ্জ থানার অন্তর্গত মাঝদিয়া শহরের নাঘাটা এলাকায় সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) দক্ষিণবঙ্গ সীমান্তের ৩২ ব্যাটালিয়ন কর্তৃক একটি বড় অভিযান পরিচালনা করা হয়েছে। এতে তিনটি ভূগর্ভস্থ স্টোরেজ ট্যাঙ্ক থেকে ৬২ হাজার ২০০ বোতল ফেনসিডিলের একটি বিশাল চালান উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে এই জব্দটি এলাকায় সক্রিয় চোরাচালান নেটওয়ার্কের গভীরতা এবং তাদের কার্যপদ্ধতি উন্মোচিত করেছে। ফেনসিডিলের জব্দ করা চালানটি পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।” বিএসএফ দক্ষিণ  বেঙ্গল সীমান্তের  মুখপাত্র এই গুরুত্বপূর্ণ অভিযানের প্রশংসা করে বলেন যে এই সাফল্য সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সতর্কতা, সাহস এবং অঙ্গীকারের প্রমাণ। তিনি আরও বলেন যে চোরাকারবারীদের এই জটিল নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে যা ভবিষ্যতে আরও বড় ধরনের তথ্য প্রকাশ করতে পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।