চট্টগ্রাম সীমান্তে ভারত থেকে আনা ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
চট্টগ্রামের ভারত সীমান্তবর্তী এলাকায় অবৈধ পথে ভারত থেকে আনা ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
আজ শনিবার (২৫ জাুনয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোষ্টের সামনে থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত বিজিবি সদস্যরা এসব গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করে বলে জানা যায়।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ আবেদ আলী (৫৭) খাগড়াছড়ি জেলা সদরের উত্তর গঞ্জপাড়ার মৃত হমেদ আলীর ছেলে।
সূত্র জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত হাবিলদার মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্রগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোষ্টের সামনে হতে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ মোঃ আবেদ আলীকে আটক করতে সক্ষম হয়।
বিজিবি জানিয়েছে, আটককৃত আসামীর বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করে তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অধিনস্ত এলাকায় যেকোন চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।