আদিবাসী স্বীকৃতি দাবীর অন্তরালে দেশ বিভক্তির ষড়যন্ত্র বন্ধ করার দাবি নাগরিক পরিষদের

নিউজ ডেস্ক
আদিবাসী স্বীকৃতি দাবীর অন্তরালে দেশ বিভক্তির ষড়যন্ত্র বন্ধ করা, পার্বত্য চট্টগ্রামে উপজাতিদের ন্যায় বাঙ্গালী জনগোষ্ঠীরও ব্যবসা ক্ষেত্রে কর মওকুফ করা, ভূমি বন্দোবস্তি চালু করা, বাজার ফান্ড লোন চালু করা, বাঙ্গালী জনগোষ্ঠীর ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ করা, এল আর ফান্ডে গুচ্ছগ্রামের জমাকৃত টাকা দিয়ে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা এবং পার্বত্য চট্টগ্রাম থেকে সকল অবৈধ অস্ত্র উদ্ধারের দাবীতে স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
আজ রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয় সংগঠনটি।
এসময় সংগঠনটির জেলা কমিটির সভাপতি লোকমান হোসাইন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোকতাদের হোসেন, মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি সালমা আহমেদ মৌ ও জেলা সভাপতি হাসিনা আকতারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে জেলা সদরের এফএনএফ রেষ্টুরেন্টে বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।