অবশেষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবনে ক্লাস শুরু - Southeast Asia Journal

অবশেষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবনে ক্লাস শুরু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনে এ শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে।

সকাল ১১.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে স্থায়ী ক্যাম্পাসে শ্রেণী কার্যক্রমের সূচনা করেন। তিনি, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শ্রেণি কার্যক্রম চালু করার সম্মিলিত প্রচেষ্টার জন্য সকলকে তিনি ধন্যবাদ জানান। তিনি অল্প সময়ের মধ্যে সকল ক্লাশ স্থায়ী ক্যাম্পাসে চালু করার আশাবাদ ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করেন।

এসময় শিক্ষার্থীরা উপাচার্যকে ফুল এবং উত্তরীয় দিয়ে স্বাগত জানায়।