বান্দরবানে অস্ত্রসহ উপজাতি সন্ত্রাসী আটক

নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার লামা থেকে অস্ত্রসহ মংএনু মারমা (৩৪) নামে এক উপজাতি সন্ত্রাসীকে আটক করেছে স্থানীয় জনতা।
আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে লামা উপজেলার সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়া এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা চালানোর সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশে দেয়। মংনু মারমা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে সন্ত্রাসী দলের সদস্যরা ওই এলাকায় ব্যবসায়ীসহ বিভিন্ন জনের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও এলাকায় সন্ত্রাসী তৎপরত চালিয়ে আসছে।
কেয়াজুপাড়া পুলিশ ক্যাম্পের আইসি আতিকুর রহমান জানান, আজ সকালে উপজাতি সন্ত্রাসী দলের তিন সদস্য লম্বাঘোনা এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতার চালাতে সেখানে যায়। পরে স্থানীয় জনতা একত্রিত হয়ে তাদের ধাওয়া দিলে সেখানে মংএনু অস্ত্রসহ ধরা পড়েন এবং বাকি দু’জন পালিয়ে যান। এ সময় মংএনুর কাছ থেকে গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তাকে স্থানীয় জনতা পুলিশের কাছে হস্তান্তর করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।