দুর্গম পাহাড়ে কোটি টাকার গাঁজা ক্ষেত ধ্বংস করল সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন

দুর্গম পাহাড়ে কোটি টাকার গাঁজা ক্ষেত ধ্বংস করল সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন

দুর্গম পাহাড়ে কোটি টাকার গাঁজা ক্ষেত ধ্বংস করল সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আঞ্চলিক উপজাতি সশস্ত্র সন্ত্রাসী দলগুলো নিজেদের সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার জন্য অর্থের যোগান দিতে পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজির পাশাপাশি দীর্ঘদিন ধরেই দুর্গম পাহাড়ে গাঁজা ও আফিমসহ বিভিন্ন মাদক চাষ করে আসছে। নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মাদক ধ্বংস ও মাদক কারবারে জড়িতদের আইনের আওতায়ও নিয়ে আসছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (২৭ জানুয়ারি) খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তিন বিঘা গাঁজা চাষের জমির সন্ধান পায় সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের অধীনস্ত লক্ষ্মীছড়ি জোন।

দুর্গম পাহাড়ে কোটি টাকার গাঁজা ক্ষেত ধ্বংস করল সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন

দুপুর দেড়টার দিকে লক্ষ্মীছড়ি জোনের বর্মাছড়ি আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা বর্মাছড়িমুখ এলাকায় অভিযান চালিয়ে প্রায় পোনে এক কোটি টাকা সমমূল্যের ওই গাঁজা ক্ষেত ধ্বংস করে।

সেনাবাহিনী জানিয়েছে, দীর্ঘদিন ধরে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীরা লোকচক্ষুর আড়ালে গহিন অরণ্যে গাঁজা চাষ করে আসছে, এমন তথ্যের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন বর্মাছড়ি আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা বর্মাছড়িমুখ এলাকার গহিন অরণ্যে অভিযান চালিয়ে গাঁজা ক্ষেতটি ধ্বংস করে। ধ্বংস করা জমিতে আনুমানিক প্রায় ৭৫ লক্ষ টাকার গাঁজা উৎপাদন হতো বলে ধারণা করা হচ্ছে।

দুর্গম পাহাড়ে কোটি টাকার গাঁজা ক্ষেত ধ্বংস করল সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন

সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তাজুল ইসলাম বলেন, পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর দৈনন্দিন অভিযান চলমান রয়েছে। সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের চোরাচালান রোধে লক্ষ্মীছড়ি জোন সদা প্রস্তুত এবং তা বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি সকলের সহযোগিতাও কামনা করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।