সীমান্তে বিজিবির হাতে ১০ কোটি টাকার ডায়মন্ড জুয়েলারিসহ গ্রেফতার এক

“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
যশোরের শার্শার পাঁচভুলট সীমান্ত থেকে ৯ কোটি ৬০ লাখ ৪৫ হাজার কোটি টাকার ডায়মন্ড জুয়েলারিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে ওই পাচারকারীকে গ্রেফতার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটক হাফিজুর রহমান (৫৩) শার্শার পাঁচভুলট গ্রামের মৃত শাহাদত মোড়লের ছেলে।
বিজিবি সূত্র জানায়, পাঁচভূলট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা মালামাল ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসছে এমন গোপন খবর পাওয়া যায়।
পরে পাঁচভূলট বিওপির টহল দল সীমান্তে বদিপাড়া রাস্তার পাশে অবস্থান নেয়। এ সময় পাঁচভূলট থেকে ব্যাটারিচালিত ভ্যানে এক ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে তার শরীরে তল্লাশি চালানো হয়। এ সময় তার কোমরে স্কচটেপে অভিনব কায়দায় বেঁধে রাখা ২১০ গ্রাম ওজনের আংটি সাত পিস, পায়েল, দুই পিস, ব্রেসলেট এক পিস, বালা তিনটি ও ১২টি নাকফুল উদ্ধার করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, ডায়মন্ড জুয়েলারি ট্রেজারি যশোর অফিস এবং ভ্যানসহ আসামিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। ওই ডায়মন্ড গহনার আনুমানিক বাজার মূল্য ৯ কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।