খাগড়াছড়িতে এলজিইডি প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ

খাগড়াছড়িতে এলজিইডি প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ

খাগড়াছড়িতে এলজিইডি প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ অন্যান্য সেবা পেতে খাগড়াছড়ি এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমার বিরুদ্ধে বিক্ষোভ করেছে সেবাপ্রার্থীরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করা হয়। পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

জানা গেছে, খাগড়াছড়ি এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা পৌরসভার ১ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

বিক্ষোভকারীদের অভিযোগ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা জন্মনিবন্ধন ও নাগরিক সনদ দেয়ার জন্য জনপ্রতি টাকা দাবি ও বাঙালিদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। চলতি ভোটার হালনাগাদ কার্যক্রমে নাগরিক সনদ লাগলেও তিনি তা দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। এ ছাড়া সেবা নিতে আসাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ করেন।

তবে অভিযোগ অস্বীকার করে তৃপ্তি শংকর চাকমা বলেন, তিনি একজন চতুর্থ গ্রেডের কর্মকর্তা। জনপ্রতিনিধির কাজ তাকে অতিরিক্ত করতে হচ্ছে। তথ্য যাচাই বাছাই করায় তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে।

৫ আগস্ট পরবর্তী সময়ে পৌরসভার জনপ্রতিনিধিদের পদ বিলুপ্তির কারণে বিভিন্ন বিভাগের প্রধানদের কাউন্সিলরের দায়িত্ব প্রদান করা হয়। এতে নাগরিক সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *