থানচিতে সেনাবাহিনীর আয়োজনে আন্তঃ পাড়া ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার থানচিতে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের আওতাধীন ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাইপাড়া সাব জোনে নতুন বছরের সুচনালগ্নে আয়োজিত আন্তঃ পাড়া ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে উক্ত প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফাইনালে দূলাচরণ পাড়া দল চ্যাম্পিয়ন ও কংহ্লাই ম্রো পাড়া দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী অনুষ্ঠানে জোন অধিনায়কের পক্ষে বাকলাইপাড়া সাবজোন কমান্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার হিসেবে বিজয়ী এবং বিজিত দলকে একটি করে ট্রফি প্রদান করার পাশাপাশি ১৫ হাজার টাকা মূল্যমানের প্রাইজমানি প্রদান করা হয়।
প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় রৈংটন মুরং এবারের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হন।
সমাপনী অনুষ্ঠানে বাকলাইপাড়া সাব জোনের কর্মরত সামরিক কর্মকর্তাগণসহ জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক সহ সকল ফুটবলপ্রেমী জনগণ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, খেলার মাঠ যেমন শারীরিক কাঠামো বজায় রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করে পাশাপাশি মনকে প্রফুল্ল রাখতেও সাহায্য করে। পার্বত্য এলাকার জনগণের শারীরিক সুস্থতা ও খেলাধুলার মান উন্নয়নে এই প্রতিযোগিতা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আশা করা যায় বলে উল্লেখ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
ফুটবল প্রতিযোগিতা উপভোগ করতে আসা এলাকার সাধারণ জনগণ এই প্রতিযোগিতা আয়োজন করার জন্য বান্দরবান সেনা রিজিয়ন এবং ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন, পাশাপাশি বর্তমানের ন্যায় ভবিষ্যতে ও এই ধরনের কার্যক্রমকে চলমান রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি হতে শুরু হওয়া এই ফুটবল প্রতিযোগিতায় বাকলাইপাড়া সাব জোনের মোট ১০টি দল অংশগ্রহণ করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।