পাহাড়ে আবারও সশস্ত্র আন্দোলনের হুঁশিয়ারী জেএসএস’র

পাহাড়ে আবারও সশস্ত্র আন্দোলনের হুঁশিয়ারী জেএসএস’র

পাহাড়ে আবারও সশস্ত্র আন্দোলনের হুঁশিয়ারী জেএসএস’র
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে আবারও সশস্ত্র আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছে সাবেক গেরিলা নেতা সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী দল জেএসএস। গতকাল শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক অনুষ্ঠানে জেএসএস নেতা কে এস মং সরকারকে এ হুঁশিয়ারি দেন।

পাঠ্যবইয়ে তথাকথিত রাষ্ট্রবিরোধী আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি পুনঃবহালসহ নানা দাবিতে কথিত আদিবাসী ফোরাম উক্ত গণসমাবেশের আয়োজন করে।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি- জেএসএস সদস্য ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা বলেন, ‘আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে নানা অশুভ শক্তি দেশের নানা জায়গায় ওৎপেতে রয়েছে, এই দেশের যা কিছু অর্জন সেসব অর্জনকে ধুলোয় মিশিয়ে দিতে। বাংলাদেশের মানুষ নব্বইয়ের আন্দোলন ভুলে গেছে, ঠিক তেমনি আমি বলতে চাই, চব্বিশের চেতনার মশাল যদি প্রজ্জ্বলিত না করতে পারেন, বর্তমান সরকারে যারা দায়িত্বে আছেন তাদের নীতি-আদর্শ যদি ঠিক না থাকে, অন্তর্ভুক্তিমূলক বহুভাষা-বহুধর্ম-বহুজাতির, বহুত্ববাদের দেশ গড়তে যদি সফল না হন তাহলে মানুষ চব্বিশও ভুলে যাবে।

তিনি আরও বলেন, সরকার যদি পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তির জন্য পার্বত্য চুক্তি বাস্তবায়নে গড়িমসি করে প্রয়োজনে জনসংহতি সমিতি পূর্বেকার পরিস্থিতিতে ফিরতে বাধ্য হবে। প্রয়োজনে আবারও স্বশস্ত্র আন্দোলনে গড়তেও দ্বিধা করবেনা। অতএব অবিলম্বে পার্বত্য চুক্তি বাস্তবয়নের জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।

May be an image of 10 people and text

গণসমাবেশে সভাপতিত্ব করেন কথিত বাংলাদেশ আদিবাসী ফোরামের সহসভাপতি অজয় এ মৃ। সমাবেশে বক্তব্য রাখেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হোসেন রুবেল, দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিচিত্রা তির্কী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য কে এস মং, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহা তানজীম, লেখক ও গবেষক পাভেল পার্থ, কথিত আদিবাসী যুব ফোরামের সহসভাপতি টনি চিরান, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ প্রমুখ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব ইগ্নাসিয়াস হেমন্ত কোড়াইয়া, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, কথিত আদিবাসী ফোরামের সহসাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ মাহাতো।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *