অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো সেনাবাহিনীর দীঘিনালা জোন

অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো সেনাবাহিনীর দীঘিনালা জোন

অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো সেনাবাহিনীর দীঘিনালা জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন।

আজ শনিবার (১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার কবাখালী ইউনিয়নের দুর্গম জোড়াব্রীজ-হাজাছড়া এলাকার জোড়াব্রীজ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অসহায় শতাধিক পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো সেনাবাহিনীর দীঘিনালা জোন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে শীতবস্ত্র তুলে দেন জোন উপ-অধিনায়ক মেজর মোঃ সিয়াম হাসান।

এসময় তিনি জানান, ‘দুর্গম এলাকার অসহায় মানুষেরা যাতে শীতে কষ্ট না পায় সে দিক-বিবেচনায় দীঘিনালা জোন অধিনায়কের নির্দেশনায় এর আয়োজন করা হয়েছে।’

অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো সেনাবাহিনীর দীঘিনালা জোন

সেনাবাহিনীর এ ধরণের সহযোগিতা অতীতের মতো ভবিষ্যৎতেও অব্যাহত থাকবে বলেও জানান এ সেনা কর্মকর্তা।

শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যদের মাঝে পদস্থ সামরিক কর্মকর্তা, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমাসহ স্থানীয় হেডম্যান-কার্বারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।