অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো সেনাবাহিনীর দীঘিনালা জোন
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন।
আজ শনিবার (১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার কবাখালী ইউনিয়নের দুর্গম জোড়াব্রীজ-হাজাছড়া এলাকার জোড়াব্রীজ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অসহায় শতাধিক পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে শীতবস্ত্র তুলে দেন জোন উপ-অধিনায়ক মেজর মোঃ সিয়াম হাসান।
এসময় তিনি জানান, ‘দুর্গম এলাকার অসহায় মানুষেরা যাতে শীতে কষ্ট না পায় সে দিক-বিবেচনায় দীঘিনালা জোন অধিনায়কের নির্দেশনায় এর আয়োজন করা হয়েছে।’

সেনাবাহিনীর এ ধরণের সহযোগিতা অতীতের মতো ভবিষ্যৎতেও অব্যাহত থাকবে বলেও জানান এ সেনা কর্মকর্তা।
শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যদের মাঝে পদস্থ সামরিক কর্মকর্তা, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমাসহ স্থানীয় হেডম্যান-কার্বারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।