পিলখানা হত্যাকাণ্ডের শহীদ সেনা অফিসারদের পরিবারের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
গতকাল (৩ ফেব্রুয়ারি) সেনাসদরে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা অফিসারদের পরিবারের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেন।
সেনাপ্রধান শহীদ পরিবারের সদস্যবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
অতঃপর, শহীদ পরিবারের পক্ষ থেকে কিছু দাবি উত্থাপন করা হয়। তার মধ্যে, ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা, হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামিদের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা ইত্যাদি উল্লেখযোগ্য।
সেনাপ্রধান শহীদ পরিবারের সদস্যবৃন্দের দাবি সমূহ গুরুত্ব সহকারে শোনেন এবং যথাসম্ভব বিবেচনা করার আশ্বাস প্রদান করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।