আখাউড়ায় বিপুল পরিমাণ ওষুধ-ইনজেকশনসহ দুই ভারতীয় আটক

নিউজ ডেস্ক
শুল্ক প্রদানের রশিদ বা বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বিপুল পরিমাণ ভারতীয় ভেকসিন ইঞ্জেকশন এবং ১১২ পাতা ভারতীয় ট্যাবলেটসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।
সোমবার বিকালে আখাউড়া-আগরতলা সড়কের নারায়নপুর এলাকায় তাদের বহনকারী সিএনজি গাড়ি থামিয়ে তাদেরকে আটক করা হয়। আটক ভারতীয়রা আখাউড়া ইমিগ্রেশন চেকপোষ্ট হয়ে বাংলাদেশে এসেছিলে। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- পশ্চিম বঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার প্রদীপ দত্ত (৬০) ও উত্তর ২৪ পরগনার গৌতম দত্ত (৫৩)।
থানা সূত্রে জানা যায়, ভারতীয় ঔষধের শুল্ক প্রদানের কোন রশিদ বা অন্য কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। কর ফাঁকি দিয়ে ভারতীয় ওষুধ বাংলাদেশে আনার দায়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছমিউদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।