ফেনীতে ৩২ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ করল বিজিবি

নিউজ ডেস্ক
ফেনীর পরশুরামে ৩২ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোর পাঁচটায় অভিযান চালিয়ে এসব ভারতীয় অবৈধ শাড়ি কাপড় জব্দ করা।
জানা যায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)’র অধীনস্থ পরশুরামের গুথুমা বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মোঃ আমিনুর রহমান’র নেতৃত্বে মেইন পিলার ২১৬৪/৪ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৌর এলাকার বাঁশপদুয়া থেকে ভারতীয় শাড়ী কাপড় ৭০ পিস, থ্রি-পিস ৫১৭ পিস, লেহেঙ্গা ৯ পিস, থান কাপড় ১০৮ মিটার জব্দ করা হয়। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যায়।
কমান্ডার জেসিও সুবেদার মোঃ আমিনুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ভারতীয় কাপড় জব্দ করা হয়। আটককৃত ভারতীয় শাড়ি কাপড়ের বর্তমান বাজার মূল্য-৩২,০২,০০০/- (৩২ লক্ষ ২ হাজার ) টাকা।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল হাকিম জানান এপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।