রাজবাড়ীতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নিউজ ডেস্ক
রাজবাড়ীতে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ফারুক হোসেনকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল দিবাগত রাত ২টার দিকে পাংশা উপজেলার কাচারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত সর্দার ফারুক হোসেন গ্রেফতার হন। তিনি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়।
গ্রেফতারকৃত ফারুক হোসেনের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। অভিযান চলাকালে তার কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে- ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা, ৩টি ওয়ান শুটার গান, ১টি এয়ার গান, ১৭ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ৪টি পটকা, ১টি হকি স্টিক এবং ১টি মোবাইল ফোন।
গ্রেফতারকৃত ফারুক হোসেন এবং উদ্ধারকৃত অস্ত্রসহ অন্যান্য সামগ্রী পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সফল অভিযানে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর ভুয়সী প্রশংসা করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় এমন উদ্যোগ সাধারণ জনগণের মনে আশার সঞ্চার করেছে বলে জানা যায়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।