অনুপ্রবেশের দায়ে মেঘালয়ে ৯ বাংলাদেশি গ্রেপ্তার
 
                 
নিউজ ডেস্ক
বৈধ নথিপত্র ছাড়া প্রবেশের দায়ে বাংলাদেশের ৯ নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের মেঘালয় রাজ্য পুলিশ। মঙ্গলবার রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলায় ভ্যানে ভ্রমণ করার সময় গ্রেপ্তার করা হয় তাদের।
গ্রেপ্তারদের কাছ থেকে ১২টি মোবাইল ফোনসেট, বেশ কয়েকটি সিমকার্ড, ভারতীয় মুদ্রা, ভুয়া আধার কার্ড উদ্ধার করা হয়েছে। দু’টি রিকশা ভ্যানও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ৯ বাংলাদেশির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মেঘালয়ে তাদের ঢুকতে সহযোগিতা করায় ৩ ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গত সপ্তাহে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মুম্বাইয়ের ঘাটকোপার থেকে ৯ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। যেসব নথপত্রের ভিত্তিতে তারা মুম্বাইয়ে বসবাস করছিলেন, সেগুলো ভুয়া বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
