খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে অস্ত্র, গুলি ও চাঁদা আদায়ের রশিদসহ প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন উপজাতি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের এক সদস্য আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পূর্ণমোহন কার্বারী পাড়া হতে ওপেন্দ্র ত্রিপুরা (৩৪) নামের ওই সন্ত্রাসীকে আটক করা হয়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি উপজেলার লতিবান ইউপির পূর্ণমোহন কার্বারী পাড়ায় (গঙ্গারাম পাড়া) অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসময় একটি অস্ত্র, গুলি ও চাঁদা আদায়ের রশিদসহ ওপেন্দ্র ত্রিপুরাকে আটক করা হয়।
আটককৃদ ওপেন্দ্র ত্রিপুরা ওই এলাকার মৃত বীরেন্দ্র ত্রিপুরার ছেলে এবং ইউপিডিএফের সদস্য বলে জানা গেছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা দায়েরর পর খাগড়াছড়ির বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ভবিষ্যতেও অবৈধ চোরাচালান, মাদক নিয়ন্ত্রণসহ সন্ত্রাস নির্মূলে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।