প্রতিষ্ঠার ১১তম বার্ষিকী পালন করলো পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ

প্রতিষ্ঠার ১১তম বার্ষিকী পালন করলো পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ

প্রতিষ্ঠার ১১তম বার্ষিকী পালন করলো পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানী ঢাকার সরকারি-বেসরকারি বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসএসিতে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠার ১১তম বার্ষিকী উদযাপন করা হয়।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি জিয়াবুল হক মুন্নার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, সাধারণ সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, গত ১১ বছরে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করেছে। শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা সমাধানে ভূমিকা রাখা, শিক্ষা সহায়তা প্রদান, সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আয়োজন, সংগঠনের সদস্যদের মধ্যে বন্ধন দৃঢ় করা-এসব কাজ আমাদের এগিয়ে যাওয়ার পথে মাইলফলক হয়ে রয়েছে। আমাদের সংগঠনের সাবেক সদস্যরা জাতীয় রাজনীতি থেকে শুরু করে প্রশাসনিক কাঠামোতেও দক্ষতার সাথে নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছে।

বক্তারা আলো বলেন, বিভিন্ন ধরণের সামাজিক এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। সেই সাথে সংগঠনটি স্বপ্ন দেখে একটি অসাম্প্রদায়িক পাহাড় গড়ার।

প্রতিষ্ঠার ১১তম বার্ষিকী পালন করলো পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ

পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নেন সংগঠনটির সদস্যরা।

উল্লেখ্য, ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় রাজস্ব বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও খাগড়াছড়ি সরকারী কলেজের প্রভাষক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে সংগঠনটির পথচলা শুরু হয়। বর্তমানে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সাবেক মহা-পরিচালক (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব) আবু সৈয়দ মোঃ হাশিম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোঃ মনির হোসেন, বেসরকারী টেলিভিশন চ্যানেল যমুনা টিভির বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক মোঃ জাকির হোসেন, চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আতরাফুল রাকিব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র আইপিই বিভাগের সাবেক ছাত্র ও বর্তমানে আমেরিকার লুইস বেইল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত মোঃ মহিউদ্দিন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সহকারী পরিচালক আশরাফুল হাসান, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ, বান্দরবান জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন সহ অন্যান্যরা পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।