জাতীয় সংসদ নির্বাচন: পার্বত্য তিন জেলায় জামায়াতের প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
বান্দরবান- ৩০০ নম্বর আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জামায়াতের নীতিনির্ধারণী বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে। জেলা জামায়াতের আমির আব্দুস সালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
একই দিন, খাগড়াছড়ি- ২৯৮ নম্বর আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ’র প্রার্থী মনোনীত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। তিনি কেন্দ্রীয় শ্রমিক কল্যান ফেডারেশনেরও নেতা।
এর অঅগে, বৃহস্পতিবার বিকালে রাঙামাটি জেলা জামায়াত কার্যালয়ে জেলা উপজেলার দায়িত্বশীলদের এক সমাবেশে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে রাঙামাটি ২৯৯ নম্বর আসনে রাঙামাটি বারের সিনিয়র আইনজীবি,জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোখতার আহমেদকে আগামী সংসদ নির্বাচনে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষনা করেন।
রাঙামাটি বারের এই সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট মোখতার আহমেদ রাঙামাটি ইসলামী সেন্টারের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ সময় পর পাহাড়ের তিনটি আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণায় নড়েচড়ে বসেছে অন্যান্য রাজনৈতিক দলগুলোও।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।