রোহিঙ্গাদের আবারও পুশ করার চেষ্টা চলছে: নৌ উপদেষ্টা

রোহিঙ্গাদের আবারও পুশ করার চেষ্টা চলছে: নৌ উপদেষ্টা

রোহিঙ্গাদের আবারও পুশ করার চেষ্টা চলছে: নৌ উপদেষ্টা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের ওপার থেকে আবারো রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে পুশ করার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ধুমধুম ইউনিয়নে এশিয়ান হাইওয়ে সড়ক সংলগ্ন সীমান্ত এলাকা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, মায়ানমারের সঙ্গে স্থল পথে এশিয়ান হাইওয়ে সড়কটি দুদেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যার কারণে এখানে আজ না-হোক, কাল স্থল বন্দর স্থাপনের সম্ভাবনা রয়েছে। কিন্তু বর্তমানে আরাকানে বিরাজমান পরিস্থিতির কারণে দুদেশের মধ্যে যোগাযোগ কিছুটা বিঘ্নিত হচ্ছে।

তিনি বলেন, আরাকানের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। স্থল বন্দরের বিষয়ে সরকারের পরিকল্পনা আছে বলেই তিনি সরেজমিনে দেখতে এসেছেন।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। বিজিবির টহল জোরজার রয়েছে। কিন্তু মিয়ানমারের ওপার থেকে আবারো রোহিঙ্গা নাগরিকদের এপারে পুশ করার প্রচেষ্টা চলছে। তবে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী কঠোরভাবে তা মোকাবেলা করছে।

এসময় উপস্থিত ছিলেন, স্থল বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান মানজারুর মান্নান, কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ ইয়ামিন, ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফারুক হোসেন খানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্ধ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।