বান্দরবানে অসহায়দের মাঝে ত্রিবেণী লেডিস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

বান্দরবানে অসহায়দের মাঝে ত্রিবেণী লেডিস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

বান্দরবানে অসহায়দের মাঝে ত্রিবেণী লেডিস ক্লাবের শীতবস্ত্র বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার বান্দরবান সেনানিবাসের ত্রিবেণী লেডিস ক্লাবের উদ্যোগে উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (৯ ফেব্রুয়ারী) সকালে বান্দরবান সেনা জোনের আয়োজনে জোনের মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

ত্রিবেণী লেডিস ক্লাবের পক্ষ হতে শীতার্ত জনসাধারণ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবেন সহ-সভানেত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষায় নয়, বরং মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি তাদের জীবনে সামান্য উষ্ণতা এনে দিতে পারে, তাহলে সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় সার্থকতা। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

অনুষ্ঠানে বান্দরবান সেনা জোনের পদস্থ সেনা কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বান্দরবানে অসহায়দের মাঝে ত্রিবেণী লেডিস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

সূত্র জানায়, মানবিক সহায়তার অংশ হিসেবে এদিন ২৭০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। মানবিক সহায়তার এই উদ্যোগের মাধ্যমে শীতার্তদের দুর্ভোগ লাঘবের পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোর একটি মহৎ প্রচেষ্টা নেওয়া হয়েছে।

এই মহতী উদ্যোগে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয় জনগণ জানিয়েছেন, সেনাবাহিনীর এই মানবিক সহায়তা তাদের জীবনে স্বস্তি এনে দিয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জনগণের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সেনাবাহিনী পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।