বিজিবির প্রতিবাদের মুখে সীমান্তের সেই সিসি ক্যামেরা খুলে নিতে রাজি বিএসএফ

বিজিবির প্রতিবাদের মুখে সীমান্তের সেই সিসি ক্যামেরা খুলে নিতে রাজি বিএসএফ

বিজিবির প্রতিবাদের মুখে সীমান্তের সেই সিসি ক্যামেরা খুলে নিতে রাজি বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্য রেখায় অবস্থিত ঝাকুয়াটারি মসজিদের পাশের গাছে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিতে সম্মতি জানিয়েছে বিএসএফ।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে আলমগীর হোসেনের বাড়ির আঙিনায় সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকে এ সম্মতি জানায় বিএসএফ।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান।

বৈঠকে বিজিবির পক্ষে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফের পক্ষে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন।

এরপর একই স্থানে বিজিবির দিয়াডাঙ্গা সীমান্ত ফাঁড়ির আয়োজনে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে বিএসএফ অতি গোপনে বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮ এর ৯ এস সাব পিলারের পাশের একটি মসজিদের পাশে ভারতের নো-ম্যানসল্যান্ডে গাছের ওপর সিসি ক্যামেরাটি লাগায় বিএসএফ। দেশ ভাগের আগে স্থাপন করা মসজিদটি দুদেশের শূন্য রেখায় পড়ে। এ মসজিদে বাংলকদেশ-ভারত দুদেশের নাগরিকরা নামাজ আদায় করে আসছে।

এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার দিনভর বিজিবি এবং বিএসএফের ক্যাম্প এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা তাৎক্ষণিক পতাকা বৈঠক হলেও সুরাহা না হওয়ায় মঙ্গলবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, পতাকা বৈঠকে মসজিদের পাশে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিতে সম্মতি জানিয়েছে বিএসএফ। এছাড়াও সীমান্তের শান্তি বজায় রাখার বিষয়েও আলোচনা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।