আইইডি হামলায় সীমান্তে ২ ভারতীয় সেনা নিহত

নিউজ ডেস্ক
ভারতের জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে সন্দেহভাজন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলায় দুই সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভারতীয় সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
এক্সে করা এক পোস্টে ভারতের সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, “হোয়াইট নাইট কর্পস স্যালুট এবং দুই বীর সেনার সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।”
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সৈন্যরা লাইন অফ কন্ট্রোল (এলওসি) বরাবর “বেড়া টহল” করার সময় আইইডি হামলা হয়েছিল। এ ঘটনার পর সৈন্যরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে। এর আগে সোমবার রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর বন্দুকযুদ্ধে একজন সৈন্য গুরুতর আহত হয়েছিলেন। সৈনিক নওশেরা সেক্টরের কালাল এলাকায় একটি ফরোয়ার্ড পোস্টে ছিলেন, সেখানে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। তাৎক্ষণিকভাবে আহত সেনাকে একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
তার আগে গত ৮ ফেব্রুয়ারি কেরি সেক্টরে এলওসি জুড়ে একটি জঙ্গল থেকে সেনা টহলকে লক্ষ্য করে গুলি চালানো হয়। দৃশ্যত তারা এলওসি অতিক্রম করার সুযোগের অপেক্ষায় ছিল বলে দাবি করেছে ভারতীয় মিডিয়া।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।