তুমব্রু সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

তুমব্রু সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

তুমব্রু সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকা থেকে মিয়ানমার থেকে ছোড়া অবিস্ফোরিত মর্টাল শেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে তুমব্রু বাজার থেকে পুলিশ মর্টাল শেল উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বিকাল দিকে এক যুবক হাতে নিয়ে ঘুমধুম তুমব্রু বাজারে অবিস্ফোরিত মর্টাল শেল বাজারে বিক্রি করতে আসে। পরে খবর পেয়ে অবিস্ফোরিত মর্টাল শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে রেখে দেন পুলিশ সদস্যরা। এঘটনাটি পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নাইক্ষ্যংছড়ি অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং সামরিক বাহিনীর বোম ডিসপোজাল টিমকে সংবাদ দেওয়া হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।