পাজেপ চেয়ারম্যান-সদস্যদের সাথে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাজেপ চেয়ারম্যান-সদস্যদের সাথে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাজেপ চেয়ারম্যান-সদস্যদের সাথে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা, সদস্য, পরিষদের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রিজিয়ন কমান্ডারের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।

সকাল সাড়ে ১০ টা থেকে প্রায় ৪ ঘন্টা স্থায়ী সভায় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক প্রভাবমুক্ত পরিষদ গঠিত হয়। এই পরিষদকে নিয়ে খাগড়াছড়িবাসীর অনেক প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণে রিজিয়ন কমান্ডার সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান বলেন, পরিষদের মূল উদ্দেশ্য হবে খাগড়াছড়িবাসীর উন্নয়ন। এজন্য জনগণের কাছে যেতে হবে, তাদের সমস্যার কথা শুনতে হবে, জনবান্ধব প্রকল্প হাতে নিতে হবে।

সভায় খাগড়াছড়ি ডিজিএফআই’র ডেট কমান্ডার কর্নেল আব্দুল্লাহ মোঃ আরিফ, এএসইউ’র ডেট কমান্ডার লেঃ কর্নেল মুদাসসার মুনাওয়ার রাজগীর, খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেঃ কর্ণেল খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, খাগড়াছড়ি রিজিয়নের ভারপ্রাপ্ত স্টাফ অফিসার ক্যাপ্টেন মোঃ মাজহারুল ইসলামসহ প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।