সাতক্ষীরা সীমান্তে বিজিবি কর্তৃক ২ ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরা সীমান্তে বিজিবি কর্তৃক ২ ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরা সীমান্তে বিজিবি কর্তৃক ২ ভারতীয় নাগরিক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশকালে দুইজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কলারোয়ার রাজপুর নামকস্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— ভারতের নদীয়া জেলার নওয়াপাড়া ডৌলা গ্রামের বিভূতি রায়ের ছেলে নারায়ণ চন্দ্র (৫১) ও ভারতের কল্যানী জেলার মহেন্দ্র সরকারের ছেলে সূধীর সরকার।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির নায়েব সুবেদার মো. কাজী বদরুল আলমের নেতৃত্বে একটি দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১০ আরবি হতে আনুমানিক ৮০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজপুর নামক স্থানে দুইজনকে আটক করে।

তিনি জানান, আটককৃতদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।