রাখাইন সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির সংঘর্ষ, ৭ গ্রামবাসী নিখোঁজ
![]()
নিউজ ডেস্ক
মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির (এএ) মধ্যকার সংঘর্ষে রাখাইন রাজ্যের বাংলাদেশ সীমান্তে ৬ অক্টোবর রবিবার সাত গ্রামবাসী নিখোঁজ হয়েছে বলে জানা যায়। রাখাইনের বুথিডাং জনপদের সংসদ সদস্য ইউ অং থাং শ্বে এমন তথ্য জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে রয়েছে এক বৃদ্ধা, তিন শিশু ও তিন পুরুষ। এছাড়া তিনি আরো জানান, (৬ অক্টোবর) রোববার দুপুর ২টার সময় এই সংর্ঘষ আরম্ভ হয়। এতে পুরো গ্রামবাসী পালিয়ে যায়। এর পর থেকে সাতজনের নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। বর্তমানে তাদেরকে অনুসন্ধান করছে দাতব্য সংস্থাগুলি।
সংসদ সদস্য ইউ অং থাং শ্বে বলেন, রাখাইন রাজ্যের সাই থিন চাওং ব্রীজের কাছে সংর্ঘষ হওয়ার পরে বাড়ি ছেড়ে চলে যাওয়া ২০০ গ্রামবাসীরা উক্ত প্রদেশের বুথিডাং শহরে স্বজনদের সঙ্গে অবস্থান করছে। আরাকান আর্মির মুখপাত্র ইউ খাইন থুখা বলেছেন, একদিন আগে কোয়াং তাং গ্রামে সামরিক বাহিনী পরিচালিত হামলার প্রতিশোধ নিতে রোববার ভোরে আরাকান আর্মির যোদ্ধারা ব্রিজের কাছে একটি সেনাক্যাম্পে আক্রমণ করে, গ্রামে আগুন দেয় এবং মানুষকে নির্যাতন করে। সে কারণেই আমরা আক্রমণ করেছি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মিয়ানমার সামরিক বাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের কর্নেল উইন জাও ওও। তিনি বলেন, বিদ্রোহীরা গুজব সৃষ্টি করতে কোয়াং তাং গ্রামে আগুন ধরিয়ে দিয়ে ছবি প্রচার করেছে। এছাড়াও কোয়াং তাং গ্রামের পূর্ব ও পশ্চিম দিকে আরাকান আর্মির ঘাঁটি রয়েছে।