সেনা অভিযানে লামায় পিস্তল ও চুরিসহ রোহিঙ্গা যুবক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
লামা উপজেলার সরই ইউনিয়নের লুলাইং মুখ বাঙালী পাড়া হতে দেশীয় তৈরী ১টি পিস্তল ও ১টি ২০ ইঞ্চি চুরিসহ একজন রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী। আটক মোঃ আবুল হোসেন (২৬) পিতা- মোঃ সাহাবুদ্দিন, সাং-লুলাইং মুখ বাঙ্গালী বাজার পাড়া, ৯নং-ওয়ার্ড, সরই ইউপির লামার বাসিন্দা।
জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টায় সেনাবাহিনী লামা ক্যাম্প লামা থানার পুলিশের নিকট হস্তান্তর করেন।