রাঙামাটির কাপ্তাইয়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সেনাবাহিনীর আর্থিক সহায়তা

নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে আর্থিক সহায়তা বিতরণ করেছে সেনাবাহিনী।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেড ও রাঙামাটি রিজিয়নের আওতাধীন ১০ আর ই ব্যাটালিয়ন এ সহায়তা প্রদান করে।
জানা যায়, সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়ান কর্তৃক কাপ্তাইয়ে অসহায় ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
১০ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গরীব ও দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রী মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন ব্যাটলিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সোহেল।
এসময় তিনি ভবিষ্যতেও অসহায়-বঞ্চিত মানুষের জন্য এমন মানবিক সহায়তা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।