দুর্গম পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও শিক্ষা উন্নয়নে কাজ করছে সেনাবাহিনীর আলীকদম জোন

দুর্গম পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও শিক্ষা উন্নয়নে কাজ করছে সেনাবাহিনীর আলীকদম জোন

দুর্গম পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও শিক্ষা উন্নয়নে কাজ করছে সেনাবাহিনীর আলীকদম জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বান্দরবান রিজিয়ন এই এলাকার সাধারণ জনগণ এবং স্থানীয় প্রশাসনকে বিভিন্ন সময়ে সর্বাত্বক সহায়তা করে আসছে। রিজিয়ন অধীনস্ত আলীকদম সেনা জোন কর্তৃক দূর্গম পাহাড়ে বসবাসরত ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বান্দরবান জেলার আলীকদম উপজেলার ম্রো কল্যাণ ছাত্রাবাসে আলীকদম জোন এর ব্যবস্থাপনায় সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড এর তত্ত্বাবধানে শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলা এবং অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।

দুর্গম পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও শিক্ষা উন্নয়নে কাজ করছে সেনাবাহিনীর আলীকদম জোন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।

এদিন, সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের শিক্ষার উন্নয়ন ঘটাতে, আলীকদম জোনের সার্বিক তত্ত্বাবধানে রিজিয়ন কমান্ডার, আলীকদম ম্রো কল্যাণ ছাত্রাবাসের ৬৫ জন ছাত্র এবং ৫০ জন ছাত্রীসহ সর্বমোট ১১৫ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা সহায়ক সামগ্রী ও খেলাধুলা সামগ্রী বিতরণ করেন।

দুর্গম পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও শিক্ষা উন্নয়নে কাজ করছে সেনাবাহিনীর আলীকদম জোন

একই সাথে আলীকদম ম্রো কল্যাণ ছাত্রাবাসে অবস্থানরত ছাত্র-ছাত্রীদের বাসস্থান ও জীবন যাত্রার মান উন্নয়নে রিজিয়ন কমান্ডার প্রয়োজনীয় আসবাবপত্র ও বিছানা সামগ্রী এবং রেফ্রিজারেটর প্রদান করেন।

এছাড়াও এসময়ে শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার সরবরাহ করা হয়।

এসময় প্রধান অতিথি বলেন, বান্দরবান রিজিয়নের আওতাধীন সকল জোনগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে।

দুর্গম পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও শিক্ষা উন্নয়নে কাজ করছে সেনাবাহিনীর আলীকদম জোন

এছাড়াও বান্দরবান রিজিয়নের আওতাধীন জোনসমূহ সর্বদা শিক্ষার বিকাশে কাজ করে আসছে এবং ভবিষৎতেও এ রকম কাজে সম্পৃক্ত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।

তিনি আরোও উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল স্তরের জনসাধারণের আপদকালীন সময়ে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার সাধারণ জনগণের পাশে থেকে যে কোন প্রয়োজনে নিরলসভাবে কাজ করে যাবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।