আলীকদম জোন কর্তৃক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের আলীকদমে সেনাবাহিনীর আলীকদম জোন কর্তৃক দুর্গম পাহাড়ে বসবাসরত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চিকিৎসা সহায়তার লক্ষ্যে আলীকদমে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে ৪৩০ জন উপজাতি এবং ১৫৩ জন বাঙ্গালি রোগীসহ সর্বমোট ৫৮৩ জন চিকিৎসা সেবা গ্রহন করেন।
এছাড়াও আলীকদম জোন কর্তৃক তাদের মাঝে বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়।

মেডিক্যাল ক্যাম্পেইন চলাকালে চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শন করেন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।
এসময় তিনি বিভিন্ন রোগীদের সাথে কথা বলেন এবং তাদের রোগ সংক্রান্ত খোঁজ খবর নেন।
আলীকদম এলাকার দূর্গম পাহাড়ে বসবাসরত অসহায় মানুষদের চিকিৎসা সেবা প্রদানে আলীকদম জোন তথা বান্দরবান রিজিয়ন সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে বলে তিনি উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।

এসময়ে তিনি, পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রেখে সৌহার্দপূর্ণ সহাবস্থানের প্রতি জোর দেন।
তিনি আরোও বলেন, ভবিষ্যতে আলীকদম জোন কর্তৃক এ ধরণের মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি, আলীকদম এলাকার সকল জনসাধারণকে সেনাবাহিনীর সাথে সম্প্রীতি বজায় রেখে কাজ করার জন্য আহবান করেন। সেই সাথে এলাকায় শান্তি, শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।