দীঘিনালায় আবাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

দীঘিনালায় আবাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

দীঘিনালায় আবাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ও রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচী পরিচালনা করা হয়েছে।

গতকাল শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) দিঘীনালার মধ্য বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ চিকিৎসা সেবা ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনী, চর্ম, শিশু ও দন্ত বিভাগের অভিজ্ঞ ১২ জন ডাক্তার মিলে ১৭৪৫ জন অসহায় রোগীকে সেবা প্রদান করেন। এই উদ্যোগের মাধ্যমে পাহাড়ি বাংলাদেশী অসহায় জনগোষ্ঠী তাদের সুস্বাস্থ্য ও চিকিৎসা সেবায় যথাযথ সুবিধা পাচ্ছেন বলে প্রতিষ্ঠান অত্যন্ত সন্তুষ্ট।
ক্যাম্পেইনে সংগঠনটির সভাপতি শামসুল আলম খান মুরাদ, সাধারণ সম্পাদক রাশেদ উল্লাহ, অর্থ সম্পাদক আকন্দ হাসান মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শামসুল আলম খান মুরাদ জানিয়েছেন, ‘আমাদের উদ্দেশ্য শুধুমাত্র চিকিৎসা সেবা প্রদান নয়, বরং পাহাড়ি বাংলাদেশের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর প্রতি আমাদের মানবিক দায়বদ্ধতা পালন করা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা এই ক্যাম্পের মাধ্যমে আমাদের সমাজে সুস্বাস্থ্য ও সেবার বার্তা পৌঁছে দিতে পেরে আনন্দিত।’

তিনি বলেন, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ মানবকল্যাণ ও সেবার পথে এক নিরবচ্ছিন্ন অগ্রসরতা অব্যাহত রেখেছে। ভবিষ্যৎেও এ ধরণের উদ্যোগ চালিয়ে যেতে প্রতিষ্ঠান প্রতিজ্ঞাবদ্ধ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।