রাঙামাটির বাঘাইছড়িতে সেনা অভিযানে অবৈধ ভারতীয় পণ্য জব্দ

নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে অবৈধ পথে নিয়ে আসা বিপুল পরিমান ভারতীয় চকলেট জব্দ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সদস্যরা।
আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কিয়াংঘাট নামক এলাকায় পরিচালিত অভিযানে ১২০ প্যাকেট অবৈধ ভারতীয় কিডো (পিনাট) চকলেট জব্দ করা হয়।
সূত্র জানায়, কয়েকজন স্থানীয় পাহাড়ী যুবক সাজেকের উদয়পুর সীমান্ত হতে ভারতীয় চকলেট নিয়ে খাগড়াছড়ি পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট জোনের আওতাধীন কিয়াংঘাট এলাকায় ওয়াঃ অফিঃ মির্জা মাহবুব এর নের্তৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ২টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পরিত্যক্ত বস্তাগুলো তল্লাশী করে ১২০ প্যাকেট চকলেট জব্দ করা হয়।
সূত্র আরো জানিয়েছে, জব্দকৃত এসব ভারতীয় পণ্যের আনুমানিক বাজারমুল্য ৫০ হাজার টাকা।
বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ খায়রুল আমিন ভারতীয় এসব মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।